ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আজ বিকেলে জাতীয় পার্টি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় হোটেল ওয়েস্টিনে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশ নেবেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), এমপি ও চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখতে এবং ভোটের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনা চালানোর জন্য শনিবার ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যালোচনা মিশন (পিইএম)।
ছয় সদস্যের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ এই মিশন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে থাকবে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসএমএকে/এসআইএস