ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ

ঢাকা: শুক্রবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ওই দিন আওয়ামী লীগও ঢাকায় উন্নয়ন ও শান্তির সমাবেশ করা ঘোষণা দিয়েছে।

পাশপাশি মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের এ সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরা হতে পারে। এ কারণে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।