ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
না.গঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

 

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু সাঈদ জানান, কেন্দ্র ঘোষিত দেশব্যাপী উপজেলা ও থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকসহ কারাবন্দি সব আলেমদের দ্রুত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।