ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-আ.লীগের সমাবেশ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: ডিএমপি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
বিএনপি-আ.লীগের সমাবেশ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: ডিএমপি 

ঢাকা: আগামী শনিবার (২৭ অক্টোবর) রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ: মহিদ উদ্দিন।  

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ৬ টা ২৭ মিনিটে ডিএমপির সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য বলেন।

তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত একটি জানিয়ে দেওয়া হবে।

ডিএমপিতে শনিবার দুই দলের সমাবেশকে কেন্দ্র করে একটি বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন,  সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্র্যাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আগামীকালের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে যা যা করণীয় তা আমরা করেছি। সমাবেশের অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আর কিছু কিছু বিষয় বিচার বিশ্লেষণ করা লাগবে।  

তিনি আরও  বলেন, আগামীকাল বড় দুইটি দলসহ প্রায় ৩০ রাজনৈতিক দলের কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে আমাদের অফিসারদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থাসহ ট্রাফিকের বিষয়েও আলোচনা হয়েছে।

আগামীকাল বড় দুটি দলের সমাবেশ করার কথা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে তাদের প্রস্তুতির বিষয় আছে, ডিএমপির সিদ্ধান্ত নিতে এতো দেরি হচ্ছে কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের সমাবেশের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় নিতে হয়। আমাদের জায়গা থেকে যে ধরনের কাজ করা দরকার সেগুলো আমরা গুছাচ্ছি। আমরা আশা করি কিছু সময়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ডিএমপির সিদ্ধান্ত কি ইতিবাচক নাকি নেতিবাচক হবে? জানতে চাইলে তিনি বলেন, ডিএমপি সব সময় ইতিবাচক জায়গায় থাকে। প্রতিদিন আমাদের অসংখ্য প্রোগ্রাম থাকে। সব প্রোগ্রামের বিষয়ে কিন্তু আমরা ইতিবাচক থাকি। সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, খেলাধুলা ও বিদেশিদের প্রোগ্রামের বিষয়ে কিন্তু আমরা ইতিবাচক থাকি। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের নিরাপত্তা দিয়ে থাকি। আর হয়ত দুয়েক ঘণ্টার মধ্যে আমরা জানাতে পারব এ বিষয়ে। অনুমতি শুধু আমরা একা দিতে পারি বিষয়টি এমন নয়। এর সঙ্গে বিভিন্ন সংস্থাও আছে তাদের কাছ থেকে তথ্য নেওয়া, বিষয়গুলোর সম্পর্কে তথ্য নেওয়া যাচাইসহ বিশ্লেষণ করার বিষয় আছে, এরপর সিদ্ধান্ত আসে।  

অতিরিক্ত কমিশনার ড. খ: মহিদ উদ্দিন বলেন, আমরা কিছু কিছু রাজনৈতিক দলের দরখাস্ত পেয়েছি গত পরশু। এগুলো নিয়ে আমার ডিসির কাছে গিয়েছে, ডিসির আবার সংশ্লিষ্ট থানার ওসির কাছে পাঠিয়েছেন ঝুঁকি বিশ্লেষণ করতে। এসব দুই দিনের মধ্যে করে নিয়ে আসা বিষয়টি কিন্তু সহজ নয়। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। রাজনৈতিক প্রোগ্রামের বাইরেও কিন্তু কালকে অনেক প্রোগ্রাম আছে সেগুলোও আমাদের হ্যান্ডেল করতে হয়।  

জামায়াত ইসলামীর সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির মনোভাব কি? জানতে চাইলে তিনি বলেন, শাপলা চত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটি ঢাকা শহরের হার্টের মতো। এখানে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের সদরদপ্তরেসহ অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। সে জায়গাতে দায়িত্বশীল কোনো দল বা কোনো সংগঠন রাজনৈতিক কর্মসূচির অনুমতি চাইবে আমরা আশা করি না।  কাজেই আমাদের এই বিবেচনাটি সেই জায়গায় আছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩ 
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।