ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ছবি: বাংলানিউজ

ঢাকা: আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ৷ দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণাকালে বলেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না।  আমরা শান্তি চাই।

এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করবো৷’

শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের এ কর্মসূচির ঘোষণা দেন৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুনি ও সন্ত্রাসীর দল৷ তারা আজকে তাদের পুরনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷ এদের কোনো ছাড় নেই ক্ষমা নেই, প্রতিহত করা হবে ৷

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘এক দফা’ দাবিতে আন্দোলনরত বিএনপি শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল৷ এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ছিল বলে আওয়ামী লীগের আশঙ্কা ছিল৷ যে কোনো পরিস্থিতি প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামেে ৷ এরই অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে, বিএনপির ওই সমাবেশ চলাকালে সংঘর্ষ শুরু হলে পুলিশ নয়াপল্টন এলাকা থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেয়। ওই হট্টগোলের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।