ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপি অফিসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
খুলনায় বিএনপি অফিসে আগুন

খুলনা: খুলনা মহানগরীর খালিশপুরের বৈকালী এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ সময় দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র পড়ে যায়।

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহর মীর বাংলানিউজকে বলেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অফিসে কেউ না থাকায় আগুন নেভানো হয়নি। আগুনে চেয়ার-টেবিলসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এক বছর আগেও বিএনপির এ অফিস ভাঙচুর ও আগুন দেয় স্থানীয় আওয়ামী লীগ।

খুলনা ফায়ার স্টেশন বয়রার কন্ট্রোলরুমে দায়িত্বরত রোকনুজ্জামান জানান, বৈকালীতে বিএনপি অফিসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।