ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তারসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তারসহ আটক ৯

চাঁদপুর: বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধকে কেন্দ্র করে সড়কে নাশকতা করার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি (৫৬), পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শেখ সালমান (৪২), সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান (৬৫), কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ প্রধানিয়া (২৭), বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম বেপারী (৩৫), সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলু (৩৫), পৌর ১২ ওয়ার্ডের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিম্মত খান (৬৪)  কলেজ ছাত্রদল নেতা অয়ন বকাউল (২৪), পৌর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অয়ন তপাদার (২২)।  

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীস আলম।

বিএনপির ডাকে গত ২৯ অক্টোবর হরতালের পর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চলছে। তবে মাঠে বিএনপির নেতাকর্মীদের তৎপরতা কম ছিল। চাঁদপুর জেলাজুড়ে পুলিশ লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। তবে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মী ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

ওই নয়জন আটক বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, আটক নয়জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।