ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাইনবোর্ডে যুবলীগের শান্তি সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
সাইনবোর্ডে যুবলীগের শান্তি সমাবেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে শান্তি সমাবেশ করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (০১ নভেম্বর) সকাল ১১টায় সাইনবোর্ডে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে অবরোধ বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল। বক্তব্যে তিনি বলেন, যেকোনো সময় তফসিল ঘোষণা হবে। বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে মাঠে থাকতে হবে। শেখ হাসিনা বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন নিয়ে কেউ কোনো অরাজকতা যেন সৃষ্টি করতে না পারে সেজন্য দিনরাত পাহারা দেবে যুবলীগ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।