ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামায়াত, বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১ নভেম্বর) রাতে জেলার আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- কালিদাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামির আলী (৫৫), আলমডাঙ্গা থানা যুবদল সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম (৪২), জেলা জামায়াত রোকন শাহজান আলী (৪৩), জেলা যুবদল সহ-সভাপতি মাগরিবুর রহমান (৪৮), ডাউকি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মেহেদী হাসান (৪৮), হারদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি হাবিবুর রহমান (৬৫), হারদি ইউনিয়নের জামায়াত রোকন জুবায়ের বিশ্বাস, কুমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আনারুল ইসলাম (৩৭), কুমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সদস্য মুরাদ আলী (৩৬), কুমারী ইউনিয়নের জামায়াত সদস্য নুর ইসলাম (৫৮)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামের শ্যামপুর গোপীবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠের মধ্যে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে বৈঠক করছে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থল থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো টিনের তৈরি জর্দ্দার কৌটার হাত বোমা সদৃশ ৯টি বস্তু, বিস্ফোরিত পদার্থের গন্ধযুক্ত লোহার জালের কাঠি ৮টি, বিস্ফোরিত এবং বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত দুই টুকরা টিনের তৈরি জর্দ্দার কৌটার বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ১৮টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।