ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পরশুরামে বিএনপির ঝটিকা মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
পরশুরামে বিএনপির ঝটিকা মিছিল  ঝটিকা মিছিলে নেতাকর্মীরা।

ফেনী: ফেনী-পরশুরাম সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে কিছু সময়ে সড়কে অবস্থান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিক, সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপি আহ্বায়ক সাবেক কাউন্সিলর কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, সাবেক কাউন্সিলর মাঈন উদ্দিন সেলিম, চিথলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রাশেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, আবুল খায়ের লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন শিপন, কাজী জহিরুল করিম জনি, যুবনেতা কাইয়ুম, বিএনপি নেতা আব্দুল কাদের জন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খন্দকার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূঁইয়া সুমনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিক বলেন, শেখ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পরশুরাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ফেনী-পরশুরাম সড়কে চিথলিয়ায় মিছিল ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।