ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির অবরোধ কর্মসূচি

নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল কম

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের চতুর্থ ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ।

রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

টানা কয়েক দফার অবরোধে রাজধানীর বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এবারের অবরোধের আগের রাতেও শনিবার (১১ নভেম্বর) রাজধানীর পৃথক পৃথক স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সকালে নয়াপল্টন ঘুরে দেখা যায়, বিএনপি কার্যালয়ের আশপাশে অর্ধশত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। কার্যালয়ের দুই পাশে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তবে অন্যান্য গলিতে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

এদিকে নয়াপল্টনের সমনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও সেটি স্বাভাবিকের তুলনায় কম। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার চলাচল করছে। তবে কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।

এছাড়া নেতা-কর্মীদের কোনো ধরনের মিছিল বা রাস্তা অবরোধের ঘটানা দেখা যায়নি। পাশাপাশি বিএনপি কার্যালয়ের মূল গেইটে তালা ঝুলতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দল ও জোট।  গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো কঠোর কর্মসূচিতে যায়। ওই ঘটনার পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা ও তৃতীয় দফায় ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়। চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে একই কর্মসূচি পালন করবে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।