ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি: হানিফ

কুষ্টিয়া: ‘রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে, পিটিয়ে হত্যা করা এগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

 

রোববার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন পূর্ব সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, গাড়িতে বাসে আগুন দেওয়ার কারণে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল। এখন সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সারা দেশের গাড়ি চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতই চলাচল করছে।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বিএনপিকে মানুষ রাজনৈতিক দল হিসেবেই জানে, তাই তাদের উচিত রাজনৈতিক কর্মসূচি পালন করা।

আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালুর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এজন্য প্রকল্প বিভাগ ও গণপূর্ত বিভাগ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। বহির্বিভাগে প্রাথমিকভাবে চিকিৎসা সেবায় রোগীর চিকিৎসাপত্র দেওয়া হবে।

এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান, পরিচালক ডাক্তার মারুফ হাসানসহ ডাক্তার-কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।