ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অবরোধের বিরুদ্ধে আ.লীগের সহযোগী সংগঠনের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
অবরোধের বিরুদ্ধে আ.লীগের সহযোগী সংগঠনের মিছিল

ঢাকা: বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে বিশাল মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১২ নভেম্বর) রাজধানীর বেরাইদ এলাকা থেকে মিছিলটি বের হয়ে ভাটারা, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে ৪২ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন নেতাকর্মীরা।  

মিছিলে উপস্থিত ছিলেন হেদায়েত উল্লাহ রন সিআইপি ও ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে পথসভায় ‘সবাইকে নিয়ে রাজপথ রাখিব নিরাপদ’ দৃঢ় শপথ ব্যক্ত করেন হেদায়েত উল্লাহ রন সিআইপি ও ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।