ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
টাঙ্গাইলে বিএনপির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

টাঙ্গাইল: বিএনপি-জামায়াত অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের ময়মনসিংহ সড়কের পিটিআইয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদ ও শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল।

এ সময় সরকারি সা’দত কলেজ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, ট্রেক্সাইল ইনস্টিটিউট, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।