ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় গ্রেপ্তার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসি বাসে আগুন দেওয়ার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তিনজন বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটির একটি দ্বিতল বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন তিনজনের গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান মিরপুর ১০ নাম্বার এলাকায়  বিআরটিসির একটি দ্বিতল বাস জ্যামের মধ্যে একটু গতি কমালে ওই তিনজন বাসে ঢুকে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মো. শামীম।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তারের পর পরই তার দেওয়া তথ্য মতে আশেপাশের থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মিরপুরে বিআরটিসি বাসে আগুন

 

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।