ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বাকৃবিতে বিএনপিপন্থী শিক্ষক-ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
বাকৃবিতে বিএনপিপন্থী শিক্ষক-ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা  

ময়মনসিংহ:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মৌন মিছিল করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দল। এ সময় বিএনপিপন্থী শিক্ষকদের মিছিলের পিছু নিয়ে পাল্টা বিক্ষোভ কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষতক কোন ধরনের বিশৃংখলা ছাড়াই দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষ হয়।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি এসব কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিল।    

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দিদের মুক্তি, গণগ্রেফতার বন্ধ এবং নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল বের করে বিএনপিপন্থী শিক্ষকরা।  

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের নেতৃত্বে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল তাদের পিছু নেয়। এ ঘটনার এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষকদের মুখোমুখি অবস্থানে এসে বিএনপির ব্যানার কেড়ে নেওয়ার চেষ্ট করে।  

এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক ছাত্রলীগ নেতাকর্মীদের অন্যদিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পরে সোনালি দলের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে মৎস অনুষদের গিয়ে মৌন মিছিল কর্মসূচি সমাপ্ত করেন।  

এই মৌন মিছিলে নেতৃত্ব দেন সোনালি দলের সভাপতি গোলাম হাফিজ কেনেডী, সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. মাহবুব আলম, কোষাধ্যক্ষ ড. মাছুমা হাবিব, ড. শওকত আলী, ড. বাহানুর রহমান, ড. মোশাররফ উদ্দীন ভূঞা, ড. ওয়াকিলুর রহমান, ড. আবুল হাশেম, ড. আখতারুল আলম, ড. মুহাম্মদ গোলাম কাদের খান, ড. শাহেদ রেজা, ড. জোয়াদ্দার ফারুক আহাম্মদ, ড. সহিদুজ্জামান, ড. এম আরিফুল ইসলাম, ড. তাহসিন ফারজানা, ড. মুক্তা খান, ড. মোহাম্মদ আলম মিয়া, ড. গোলাম মুর্তুজা, ড. এম এ ফারুখ, ড. শহীদুল ইসলাম, ড. আবদুল আলীম প্রমূখ।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, আমরা কারো পিছু নেইনি। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আমরা শান্তিপুর্ণ কর্মসূচি করেছি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।