ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির প্রয়াত নেতা তরিকুলের বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
বিএনপির প্রয়াত নেতা তরিকুলের বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক

যশোর: যশোরে বিএনপির নেতা সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ঘোপ এলাকার বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

 

বিএনপির নেতাকর্মীদের দাবি, দু’টি বাসভবনে অন্তত ১৫টি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। পরিবারের সদস্যসহ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাস ভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা পাশে তাদের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভেতরে বোমাগুলো বিস্ফোরিত হয়। বোমার স্প্রিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে গোটা মহল্লা। এ বোমা হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পূজার কারণে দু-একটি এলাকায় বাজি-পটকা ফুটেছে। এর মধ্যে ঘোপ এলাকায় কয়েকটি ককটেল ফুটতে পারে-এমন তথ্য পেয়েছি। বোমাবাজির অভিযোগ সঠিক নয়।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট তরিকুল ইসলামের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ২০১৫ সালে ৫ মার্চ তরিকুল ইসলামসহ পাঁচজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে।  

বিএনপি নেতারা জানিয়েছেন, গত এক দশকে প্রয়াত তরিকুল ইসলামসহ যশোরের শীর্ষ নেতাকর্মীদের বাড়িতে ৭ বার বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে ১১ বার।  

এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বারবার দোষারোপ করেছেন। তবে বিষয়টি বিএনপি নেতাকর্মীদের সাজানো দাবি করে আসছেন আ.লীগের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ইউজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।