ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ফের একতরফা নির্বাচন করে সরকার দেশকে ধ্বংস করতে চায়: সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ফের একতরফা নির্বাচন করে সরকার দেশকে ধ্বংস করতে চায়: সাকি ফাইল ছবি

ঢাকা: সরকার আবার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, সরকার একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে।

আসলে পুরো বাংলাদেশকে নিয়ে খাদের দিকে এগুচ্ছে। তারা আমাদের দেশকে খাদের মধ্যে ফেলতে চায়। দেশকে ধ্বংস করতে চায়।

সোমবার (২০ নভেম্বর) একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সরকার ভাবছে, পুলিশ, বিজিবি, র‌্যাব দিয়ে দমন-পীড়ন করে তারা একতরফা নির্বাচন পার করে ফেলবে। তারা আরেকটি নির্বাচন করে ক্ষমতা নবায়ন করে ফেলবে। তারপর বিদেশিদের পায়ে ধরে সব ব্যবস্থা করে ফেলবে।  

সরকারের দুই কান কাটা মন্তব্য করে তিনি আরও বলেন, তাদের কোনো লজ্জা নেই। তারা যেকোনো মূল্যে একটি নির্বাচন করবে। এর নাম গণতন্ত্র বলবে। ভাবছে এটা করেই শেষ হবে। কিন্তু আমরা বলি এটা করে শেষ হবে না। মানুষ আজ দ্রব্যমূল্যে দিশেহারা। সেদিকে সরকারের কোনো মনোযোগ নেই। আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভয়ংকর হুমকির মুখে বাংলাদেশ।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিকে গরুর হাটের সঙ্গে তুলনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা আজকেও দেখলাম আওয়ামী লীগের ভাইয়েরা মিছিল করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের অফিসের সামনে যাচ্ছেন। এই দৃশ্য দেখে আমার কোরবানির হাটে মানুষ গরু কিনতে যখন যায় সেই দৃশ্যের কথা মনে পড়ে গেছে। কোরবানির হাটে ৫-১০ জন মিলে যেভাবে গরু কিনতে যায়, তারা (আ.লীগের কর্মীরা) এখন সেভাবে আওয়ামী লীগের অফিসে দল ধরে নির্বাচনী টিকিট কিনতে যাচ্ছে।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসূফ সেলিমের সভাপতিত্বে ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসসি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।