ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাসে অগ্নিসংযোগ: স্বেচ্ছাসেবক দলের নেতা টুটুল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বাসে অগ্নিসংযোগ: স্বেচ্ছাসেবক দলের নেতা টুটুল গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনায় রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুল আলম টুটুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিসের সামনের রাস্তার ওপর বিআরটিসির দোতলা বাসটিতে অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিআরটিসির ওই বাসে যাত্রী বেশে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে গাড়ির উপরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আগুনে পুড়ে যাওয়া ওই বাসের চালক আসামিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।