ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

আ. লীগের মনোনয়ন: পরিবর্তন শতাধিক আসনে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
আ. লীগের মনোনয়ন: পরিবর্তন শতাধিক আসনে

ঢাকা: দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচনে করতে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসন কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করা করা হয়নি।

ঘোষিত আসনে গেলবারের সংসদদের বাদ দিয়ে নতুন মনোনয়ন এবং জোটের শরীকদের আসনে নিজেদের প্রার্থী মনোনয়নসহ  শতাধিক আসনে পরিবর্তন এসেছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

দলীয় মনোনয়নে পরিবর্তন এসেছে যেসব আসনে

পঞ্চগড়-১ মো. নাঈমুজ্জামান ভূইয়াঁ, ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক, নীলফামারী-৩  এ  মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ জাকির হোসেন বাবুল, লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমান, রংপুর-১ আসনে রেজাউল করিম রাজু, রংপুর-৩ এ তুষার কান্তি মণ্ডল, রংপুর-৫ রাশেক রহমান, কুড়িগ্রাম-২ আসনে মো. জাফর আলী, কুড়িগ্রাম-৩ এ সোমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ এ বিপ্লব হাসান, গাইবান্ধা-১ আসনে আফরুজা বারী, গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ।


বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া-৪ হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ মজিবুর রহমান (মজনু), বগুড়া-৭ মোস্তফা আলম, নওগাঁ-৩ আসনে সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ-৪ নাহিদ মোর্শেদ, রাজশাহী-২ আসনে মোহাম্মদ আলী, রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৬ আসনে চয়ন ইসলাম, পাবনা-৪ গালিবুর রহমান শরীফ, মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ-৩ আসনে সালাহ উদ্দিন মিয়াজী।


যশোর-২ আসনে মো. তৌহিদুজ্জামান, যশোর-৪ এনামুল হক বাবুল, মাগুরা-১ সাকিব আল হাসান, বাগেরহাট-৪ এইচ. এম বদিউজ্জামান সোহাগ, খুলনা-১ ননী গোপাল মন্ডল, খুলনা-৩ এসএম কামাল হোসেন, খুলনা-৬ রশীদুজ্জামান, সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ এস.এম আতাউল হক, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-২ এ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক, পিরোজপুর-২ কানাইলাল বিশ্বাস, পিরোজপুর-৩ আশরাফুর রহমান, টাঙ্গাইল-৩ কামরুল হাসান খান, টাঙ্গাইল-৫ মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ মামুন-অর-রশিদ, টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়।

জামালপুর-১ নুর মোহাম্মদ, জামালপুর-৪ আসনে মাহবুবুর রহমান, জামালপুর-৫ আবুল কালাম আজাদ, শেরপুর-৩ এডিএম শহিদুল ইসলাম, ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আব্দুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ আব্দুস সালাম, নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-৫ আহমদ হোসেন, কিশোরগঞ্জ-২ আব্দুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ আব্দুস সালাম, মুন্সিগঞ্জ-১ এ মহিউদ্দিন আহমেদ।


ঢাকা-৪ আসনে সানজিদা খানম, ঢাকা-৫ হারুনর রশীদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ আসনে সোলায়মান সেলিম, ঢাকা-৮ আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল, গাজীপুর-৩ রুমানা আলী, নরসিংদী-৩ ফজলে রাব্বি খান, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার, ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান, ফরিদপুর-৩ শামীম হক, সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মোহাম্মদ সাদিক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ জিল্লুর রহমান, হবিগঞ্জ-১ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরীফ, ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান।


এছাড়া কুমিল্লা-১ আবদুস সবুর, কুমিল্লা-৮ আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, চাঁদুপুর-১ সেলিম মাহমুদ, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ফেনী-১ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, ফেনী-৩ আবুল বাশার, নোয়াখালী-৬ মোহাম্মদ আলী, লক্ষীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-১ মাহাবুব উর রহমান, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ এসএম আল মামুন, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আব্দুস সালাম, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ আসনে আগের প্রার্থী পরিবর্তন করে মনোনয়ন দেওয়া হয়েছে সালাহ উদ্দীন আহমদকে।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এমইউএম/ এসকে/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।