ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নাশকতার চেষ্টাকালে কচুয়ায় জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
নাশকতার চেষ্টাকালে কচুয়ায় জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় নাশকতার চেষ্টাকালে জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

এর আগে ভোরে উপজেলার ঘাগড়া এলাকা সেলিম মাস্টারের বাড়ি সংলগ্ন সড়কে নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফরিদগঞ্জের মো. আবু নোমান (৫৪) ও একই উপজেলার মো. মঈন উদ্দিন (২৩), কচুয়া পৌর এলাকার আবু সাঈদ (৪০), কুমিল্লা জেলার হোমনা থানার সাব্বির হোসেন (২০), কচুয়া মনপুরার মো. খালেদ (৩০) এবং ঘাগড়া এলাকার মো. তাজুল ইসলাম (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ।  

তিনি বলেন, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে এ ছয়জনকে দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।