ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আনন্দ মিছিলে গিয়ে পিকআপ উল্টে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
আনন্দ মিছিলে গিয়ে পিকআপ উল্টে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আহত

পটুয়াখালী: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিলে গিয়ে পিকআপভ্যান উল্টে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় আনন্দ মিছিল শেষে ফেরার পথে পটুয়াখালীর দুমকির লালখান ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন - রোমান (১৭), তামিম (১৬), রাহাত (২০), নাঈম (১৮),তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), কাদের (১৬) ,শাকিব (২২), রুম্মান(১৭), তামিম (২০), আরাফাত (২০),আবু নাঈম (১৮),রাব্বি (১৮)। আহত সকলের বাড়ি দুমকি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।  

এদের মধ্যে গুরুতর আহত রোমান, তামিম, রনি, পারভেজ, কাদের ও তামিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অন্যদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।