ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ সময় মশাল মিছিল থেকে সড়কে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

শনিবার (২ ডিসেম্বর) রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে এ মিছিল হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। মুহূর্তেই খালি হয়ে যায় সড়ক।

তবে এ ব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের কারো বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এ ধরনের কোনো মিছিলের তথ্য আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।