ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকা প্রার্থী আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
নৌকা প্রার্থী আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা

ঢাকা: ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের ব্যক্তিগত সহকারী (গণমাধ্যম সমন্বয়ক) মাইকেল চৌধুরী।

 

মাইকেল চৌধুরী বলেন, এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড হারুনুর রশিদ আহত হয়েছেন।  

এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেন, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩    
এনবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।