ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘স্বতন্ত্র প্রার্থীদের ইউনিয়নে ঢুকতে দেব না’, আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
‘স্বতন্ত্র প্রার্থীদের ইউনিয়নে ঢুকতে দেব না’, আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

নওগাঁ: ‘আমাদের ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীদের জন্য সকল দরজা বন্ধ করতে হবে। আমরা তাদের কাউকে ইউনিয়নে ঢুকতে দেব না।

এতে আমাদের যত শক্তি প্রয়োগ করা লাগে আমরা করব। তবুও আমরা নাহিদ ভাইকে জয়ী করেই ছাড়ব, ইনশাআল্লাহ। ’

নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতি ও গণেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিন মণ্ডল এমন বক্তব্য দিয়েছেন। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ইউনিয়ন আ.লীগ সভাপতির এমন বক্তব্যে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  

ভাইরাল ওই ভিডিও বক্তব্যে শোনা গেছে, নওগাঁ -৪ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবুকে বিজয়ী করতে হানিফ বলছেন, সবার চেয়ে ১০টি হলেও আমরা বেশি ভোট দেব। সকল ভেদাভেদ ভুলে আমাদের নাহিদ ভাইকে বিজয়ী করতে হবে।

এমন বক্তব্যর বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে গণেশপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হানিফ উদ্দিন মণ্ডল বলেন, বক্তব্য দিতে গেলে নানারকম কথাবার্তা চেল আসে। তবে এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি। এটা বলা আমার ভুল হয়েছে।

ওই বর্ধিত সভায় মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় মনোনীত এম.পি প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবুসহ উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন আ.লীগ সভাপতির এমন বক্তব্যের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।