ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

রাজনীতি

মানবাধিকার দিবস ঘিরে বিএনপি নাশকতার চেষ্টা করছে: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
মানবাধিকার দিবস ঘিরে বিএনপি নাশকতার চেষ্টা করছে: কাদের ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ, এখন তারা আগুন দিচ্ছে।  
মানবাধিকার দিবসকে ঘিরে কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করছে দলটি।

 

শনিবার (৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আ. লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি৷ 

তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ হয়ে এখন আগুন দিচ্ছে বিএনপি৷ মানবাধিকার দিবসকে ঘিরে কর্মসূচির নামে নাশকতা করার চেষ্টা করছে তারা। যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচনে অটল থাকবে আওয়ামী লীগ।

নির্বাচনের পক্ষের শক্তিদের ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি।  

ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি চাপ থাকলেও উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ। যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, তারা তো ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপেরও যৌক্তিক কারণ দেখছেন না তিনি।  

যারা নির্বাচনের বিরুদ্ধে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।   

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এসকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।