ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আইসিইউতে বিএনপি নেতা খন্দকার মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
আইসিইউতে বিএনপি নেতা খন্দকার মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালের কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন তিনি।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ।  

গণমাধ্যমকে তিনি জানান, খন্দকার মোশাররফের অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাকে কেবিন থেকে আইসিইউতে নেন চিকিৎসকরা। খন্দকার মোশাররফের পরিবার ও দল আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে বুকে ব্যথার চিকিৎসা শেষে দেশে ফেরেন ড. খন্দকার মোশাররফ। প্রায় দুই মাস নয়দিন পর দেশে ফেরেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।