ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে আত্মগোপনে থাকা বিএনপির নেতারা বিজয় র‌্যালিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
ময়মনসিংহে আত্মগোপনে থাকা বিএনপির নেতারা বিজয় র‌্যালিতে

ময়মনসিংহ: বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে আত্মগোপনে থাকা ময়মনসিংহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরের পাটগুদাম ব্রিজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বিএনপির পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আত্মগোপনে থাকা বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন পর গ্রেপ্তার আতঙ্ক এড়িয়ে বিশাল শোডাউন করে স্মৃতিস্তম্ভে জড়ো হন। এতে ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে বিজয় র‌্যালিতে অংশ নেয়।      

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক লিটন আকন্দসহ মহানগর যুবদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।