ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

তিতাসে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে  হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
তিতাসে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে  হত্যা

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফা কামাল মুন্সিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

মোস্তাফা কামাল উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বাংলানিউজকে বলেন, আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জায়গাটি দুর্গম। পুলিশ ঘটনাস্থলে আছে। আমিও যাচ্ছি। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলতে পারব।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।