ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে ‘মুণ্ডুহীন দল’ বললেন নিজাম হাজারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
বিএনপিকে ‘মুণ্ডুহীন দল’ বললেন নিজাম হাজারী

ফেনী: জেলায় আসন দুইয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বিএনপিকে মুণ্ডুহীন দল বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, দলটি নির্বাচনে আসবে কি করে? তাদের রাষ্ট্রপ্রধান কে হবে, তারও তো ঠিক নেই।

তারা মাথা-মুন্ডুহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজাম উদ্দিন হাজারী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে জেল খেটেছেন। ১০ ট্রাক অস্ত্র মামলায় তার ছেলে পলাতক। চলমান হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মতো কর্মকাণ্ডকে জনগণ ঘৃণাভরে প্রত্যাহার করেছে। ইতোমধ্যে নির্বাচনী উৎসবে মেতেছে সর্বস্তরের মানুষ। মানুষ উন্নয়ন চায়, সহিংসতা চায় না।

তিনি আরও বলেন, গত তিন মেয়াদে ফেনীতে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং তরান্বিত হবে।

ফেনী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।