ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি  কাজী রিফাত

ফরিদপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রিফাতকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।

কাজী রিফাতের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা ও জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করাসহ বিশৃঙ্খলভাবে চলাফেরার অভিযোগ রয়েছে।  

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং বিগত কয়েকটি প্রোগ্রামে তাকে দলীয় অনেক দায়িত্ব দেওয়ার পরেও সেই দায়িত্ব পালন করেননি। এছাড়াও দলীয় প্রোগ্রামগুলোতে অনুপস্থিত, বিশৃঙ্খলভাবে চলাফেরা এবং দলীয় বিভিন্ন সিদ্ধান্ত না মানায় তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।