ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতের মহাসমাবেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতের মহাসমাবেশ স্থগিত

ঢাকা: আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলানিউজকে এ কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি।

তিনি বলেন, ২৯ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনা করে, সমাবেশ না করার জন্য প্রশাসনের থেকে চাপ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের কথা মাথায় রেখে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। পরে যদি কোনো তারিখ নির্ধারণ করা হয় তা জানিয়ে দেওয়া হবে।

গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দেয় হেফাজত ইসলাম বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।