ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এর কোনো মর্মার্থ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  

এ সময় তিনি বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন।

আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।  

মন্ত্রী বুধবার (০৩ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।  

এছাড়াও তিনি বলেন, যারা নির্বাচনকে তামাশার নির্বাচন বলে এটা তাদের ভুল। কারণ জনগণের কর্মকাণ্ডই বলে দিচ্ছে জনগণ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং তারা অংশগ্রহণ করবেন।  

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।