ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাকিবের নিবার্চনী প্রচারণায় মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
সাকিবের নিবার্চনী প্রচারণায় মাশরাফি

মাগুরা: জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারদের আগমনে মাগুরায় এখন উৎসবের আমেজ। এই উৎসবে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সৌম্য, রনিসহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররা।

 

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি নিজের প্রচার-প্রচারণা বাদ দিয়ে সতীর্থের জন্য আজ বৃহস্পতিবার ছুটে এসেছেন মাগুরায়। অন্যরা এসেছেন একদিন আগেই। ছাদ খোলা গাড়িতে করে লিফলেট বিতরণ, হ্যান্ড মাইকে প্রচারণাসহ নানা গণসংযোগের মধ্য দিয়ে সাকিব আল হাসানের সঙ্গে তারা একাট্টা মাগুরা-১ আসনের নির্বাচনী মাঠে। আজ সকাল থেকেই এই দৃশ্য ছিল মাগুরা শহরের নির্বাচনী উৎসবের অন্যতম অংশ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সাদা রঙের একটি প্রাইভেটকারে জেলা পরিষদের রেস্ট হাউজে সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন মাশরাফি বিন মুর্তজা।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।