ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
কুমিল্লায় ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা: কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ের সামনেসহ জেলা নগরীর অন্তত চারটি স্থানে প্রায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার সময় নগরীর টমছমব্রিজ এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর কিছু সময়ের মধ্যে নগরীর গোয়ালপট্টি, কান্দিরপাড় লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয় ও রাণীর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ ও তিনটি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে পুলিশ।  

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, আমরা তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হয়েছি। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই এমন ঘটনা ঘটাতে পারে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িতরা কাজ করছেন। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।  

এদিকে, কুমিল্লা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সমর্থক আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু ফেসবুক পোস্টে দাবি করেছেন, সীমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে কেউ এমন ঘটনা ঘটাতে পারেন যাতে ৭ জানুয়ারি সাধারণ ভোটাররা কেন্দ্রে আসতে ভয় পান।  

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।