ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খড়কুটো জ্বালিয়ে বিএনপি-জামায়াত অস্তিত্ব জানান দিচ্ছে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
খড়কুটো জ্বালিয়ে বিএনপি-জামায়াত অস্তিত্ব জানান দিচ্ছে: মেনন

বরিশাল: বিএনপি ও জামায়াত দেশের বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে।  এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে না বলে জানিয়েছেন বরিশাল-২ আসনের ১৪ দল মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন।

‌রোববার (০৭ জানুয়া‌রি) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে এবার ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করবে।

এ সময় তার সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়া‌রি ০৭, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।