ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

বৃহস্পতিবার (জানুয়ারি ১১) বিকেলে গণভবনে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান নাশিদ।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নাশিদ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, সাক্ষাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা হয়। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশংসা করেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট।

দুই দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরনো। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের দৃশ্যমান অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। আর নানা প্রতিবন্ধকতা থাকলেও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরিতে সক্ষম হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।