ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সদস্য গাজী সাইদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহেদুল কবিরসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫,  ২০২৪
ইএসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।