ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

কারামুক্ত হলেন ঢাবি ছাত্রদল নেতা সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
কারামুক্ত হলেন ঢাবি ছাত্রদল নেতা সোহেল

ঢাকা: প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল।  

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন তিনি নিজেই।

এসময় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানায়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথের লড়াই চলবে।

গত ২৭ ডিসেম্বর নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর রায়েরবাগ থেকে খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।