ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জি এম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
জি এম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

ঢাকা: সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন।  

বুধবার (৬ মার্চ) বিকেলে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এ বৈঠক চলে বলে জানা গেছে।  

জি এম কাদেরের সঙ্গে ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা মাশরুর মওলা। বৈঠক নিয়ে মাশরুর মওলা গণমাধ্যমকে জানান, সৌজন্য সাক্ষাৎ হয়েছে। নানা বিষয়ে আলোচনা হয়েছে। সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়েও আলোচনা হয়েছে।  

এদিকে ঢাকার মার্কিন দূতাবাস একটি ছবি পোস্ট করে ফেসবুক পেজে লিখেছে, বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদ সদস্য জি এম কাদেরের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মানের প্রসারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের গুরুত্ব দিই।
 
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।