ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দুই কমিটির (উত্তর ও দক্ষিণ) মেয়াদ পেরিয়ে গেলেও হচ্ছিল না পূর্ণাঙ্গ কমিটি।

এনিয়ে গত ২৩ এপ্রিল বাংলানিউজে ‘মেয়াদ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ হয়নি মহানগর ছাত্রলীগের দুই কমিটি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

 

সংবাদ প্রকাশের তিনদিন পরে শুক্রবার(২৬ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

সেসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বাংলানিউজকে বলেছিলেন, দ্রুততম সময়ের মধ্যে কমিটি দেওয়া হবে।

মোট ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যেখানে সভাপতি- সাধারণ সম্পাদক ২ জন ও সহ-সভাপতি হয়েছেন ৭১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১ জনকে। এছাগা সাংগঠনিক সম্পাদক ১১ জন, সম্পাদক ৩৮ জন,  সহ-সম্পাদক ৯ জন ও ৯ জন সদস্য রাখা হয়েছে।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন - কাউসার আহমেদ (ইমন), সৈয়দ ইমরান হোসেন, মো. নাজমুল হোসেন, উবায়দুর রহমান লিও, নিবাস মজুমদার, রেহানুল হক রাফি, রাজীব সাহা, আবু তালিম ভূইয়া, আরাফাত হোসেন মারুফ, মো. হাসিবুল আলম পুলক, শাখাওয়াত হোসেন আরেফিন, মো. শাকিল তালুকদার, আহমেদ আলী রেজওয়ান, সালমান রহমান (আশরাফ), আদনান আইয়ুব, মো. রিয়াজ মোল্লা, শাহজালাল শাহীন, ইশতেফাক হক (ইফাজ), সৈয়দ আমিনুল ইসলাম (নিবিড়), কাজী জাহিদুল ইসলাম রাজন, মাশরুফ বিন নেসার শান, মো. শাহরিয়ার শাওন, মো. আক্তার হোসেন, মো. বিপ্লব খান,নাইমুল ইসলাম নোমান, নাজমুল হাসান প্রিন্স তালুকদার, সারোয়ার হোসেন, ফারকিলিত সাফাক-ই-আরফাকসাজ, আনিসুর রহমান আনিস, জুটন চন্দ্র দাস,মাহমুদুল হাসান (ইমন)।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে আরও আছেন - মাজেদুল মজিদ মাহমুদ (সাদমান), সাদি মোহাম্মদ সৈকত, আব্দুল্লাহ আল ফাহাদ রাজু, রাকিবুল ইসলাম শাওন, মো. ফজলে রাব্বি, সোহানুর রহমান সোহান, ওহিদুল ইসলাম অপু, মেহেদী হাসান, তানভীর আহমেদ, রুবেল মাহমুদ, সাব্বির বিন ইসলাম, মাসুদ রানা, মো. আবু ইউসুফ হৃদয়, আশিক মাহমুদ, মো. নুরুদ্দিন হাওলাদার, মাহমুদ হাসান জিল্লু, মো. ইনজামুল ইসলাম (আকিব), সোহেল রানা, আব্দুল্লাহ আল-হাসান, আহমেদ সারোয়ার স্বচ্ছ, মো. কামরুজ্জামান ইফতি, আরাফাত হোসেন রনি, মো. ইমরান হোসেন, সিফাত হোসেন, শেখ কোরবান ইসলাম, আব্দুল্লাহ আশিক, এফ এম সাইফুজ্জামান সজীব, মো. শামীম খান, বখতিয়ার শিকদার বাপ্পি, সুজন দাস, মো. তাবারক হোসেন (বিপ্লব), বাবু দাস, মো. ইমরান হোসেন পাভেল, জবিউল্লাহ শান্ত, বিশ্বজিৎ হাওলাদার জিৎ, ফেরদাউস আনসারী, নাইমুর রহমান দুর্জয়, জহিরুল ইসলাম খান তুহিন, মেহেদী হাসান রাজু, জাহিদুল ইসলাম জাহিদ, আল আমিন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন - সাগর (সানাফ), সৈয়দ মুক্তাদির সাদ, সৌরভ দেব নয়ন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবিয়াজ সাজেদ, নয়ন শিকদার, কাজী তানবীর হোসেন, মাহবুব আলম মাহিব, রফিকুল ইসলাম রাসেল, ইয়াসির আরাফাত, আক্তারুজ্জামান মান্না।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন - সাকিব হোসাইন, শাকিল হোসেন (জীবন), আরমান মাহমুদ তুষার, রহমান ইকবাল (ইকু), জোবায়েদ সাদাফ সাজিদ, দিপ্ত কুন্ডু, জাহিদুল ইসলাম দিপু, মো. রাকিব হোসেন, নাইমুল ইসলাম, মো. সাইদুল ইসলাম জনি, মো. রাহাত হোসেন রাব্বি।

প্রচার সম্পাদক হামিম খান কাজল ও দপ্তর সম্পাদক করা হয়েছে মো. সাকিব আল হাসানকে (রাজিব) ।  

এর আগে ২০২২ সালের ২০ ডিসেম্বর রিয়াজ মাহমুদকে সভাপতি ও সাগর আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর এবং রাজিবুল ইসলাম বাপ্পীকে সভাপতি ও সজল কুন্ডুকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়।  

এক বছরের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন।  

গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ শাখা সাংগঠনিক জেলার মর্যাদা পায়। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০(খ) ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর’।  

কিন্তু গত বছরের ২০ ডিসেম্বর এক বছর মেয়াদি এ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। যদিও একইদিন হওয়া কেন্দ্রীয় ছাত্রলীগ গত বছরের ১৪ জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ হয়। আর ঢাকা মহানগরের এক বছর মেয়াদি দুই কমিটি গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হলেও পূর্ণাঙ্গ হয়নি।

১৬ মাস অতিবাহিত হওয়ার পরেও কমিটির পূর্ণাঙ্গ না হওয়ায় হতাশা বিরাজ করছিল পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝে। এ নিয়ে ছাত্রলীগের মহানগর  শাখার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। একইসঙ্গে তৈরি হয় সাংগঠনিক দুরবস্থা।  

মহানগর উত্তরের আওতাধীন ত্রিশের অধিক ইউনিট থাকলেও বিগত ষোল মাসে মাত্র দুটো ইউনিটে নতুন কমিটি ঘোষণা হয়েছে। গত জাতীয় নির্বাচনেও মহানগরের শীর্ষ দুই নেতা নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করতে পারেনি।  


বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এনবি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।