ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করল শাবিপ্রবি ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১৮, ২০২৪
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করল শাবিপ্রবি ছাত্রলীগ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৮ মে) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এ উপলক্ষে শুক্রবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে শোভাযাত্রা বের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান।  

সমাবেশে বক্তারা বলেন, ৪১ বছর আগে ছয় বছর নির্বাসিত থেকে বঙ্গবন্ধুবিহীন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আলোর মশাল হাতে কাণ্ডারি হয়ে স্বদেশের মাটিতে এসেছিলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। সেদিনই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের পুনর্জন্ম হয়েছিল। এখন শেখ হাসিনা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা শাবিপ্রবি ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে ও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত থাকব।

এ সময় ছাত্রলীগের সহ-সভাপতি, মামুন শাহ, রেজাউল হক সিজার, নাজমুল হাসান, আইরিন লিনজা, আশিকুর রহমান আশিক, আরিফুল ইসলাম আরিফ, ইউসুফ হোসেন টিটু, সাজিদুল ইসলাম, সৈয়দ মোতাহির আল হোসেন, আয়াজ চৌধুরী, শিমুল মিয়া, শৈশব আহমেদ, হবিবুর রহমান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, সুমন মিয়া, জাফর উদ্দিন লাসিম, মো. উজ্জ্বল মিয়া, সাবিহা সাইমন পুষ্প, সাংগঠনিক সম্পাদক নূরে আলম শ্রাবণ, অমিত সাহা, শাকিল হাওলাদার, আর কে রাকিব আহমেদ, ফারহান হোসেন চৌধুরী, শুভ সাহা ও শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ১৮ মে, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।