ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রিমালের প্রভাব: খুলনা-বরিশালে ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২৯, ২০২৪
রিমালের প্রভাব: খুলনা-বরিশালে ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার দাবি

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ খুলনা ও বরিশাল বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বুধবার (২৯ মে) ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি হিসাবে দেশের অন্তত ১৯ জেলা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে। নয় জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রাথমিক হিসাবে, ঘূর্ণিঝড়ের কারণে দেশের ১০টি জেলার ৮৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় প্রায় সাত শতাংশ ফসল ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় বিমালের কারণে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বাড়িঘর, রাস্তাঘাট জলোচ্ছ্বাসের পানিতে ক্ষত-বিক্ষত। কোথাও কোথাও এখনো পানি নামেনি। দক্ষিণাঞ্চলের শত শত গ্রামে ও উপজেলায় বিদ্যুৎ নেই। নিজের পরিবারের সদস্যদের খোঁজে উদ্বিগ্ন শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বে সরকারের তেমন কোনো প্রস্তুতি তো দেখা যায়নি আবার এখন দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন প্রক্রিয়া কিংবা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দৃশ্যমান কোন উদ্যোগ না নিয়ে সবকিছুকে স্বাভাবিক দেখানোর প্রবণতা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল শ্রেণির ক্লাস-পরীক্ষা চালু রাখা খুবই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তত আগামী ১০ দিন ক্লাস-পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।