ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক হলেন রায়হান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ৩০, ২০২৪
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক হলেন রায়হান জসীম উদ্দিন রায়হান

পিরোজপুর: পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হলেন জসীম উদ্দিন রায়হান।  

বুধবার (২৯ মে) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সিকদার বিদেশে যাওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম হাওলাদার রায়হানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলের নির্দেশে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

জানা গেছে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রায়হান এর আগে জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি এর আগে জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।