ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকী: ফিরোজায় মিলাদে ভার্চ্যুয়ালি অংশ নিল স্বজনরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২৪
জিয়ার মৃত্যুবার্ষিকী: ফিরোজায় মিলাদে ভার্চ্যুয়ালি অংশ নিল স্বজনরা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ও তার ছেলে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে লন্ডন পলাতক থাকায় তারা ভার্চ্যুয়ালি অংশ নেন।

বৃহস্পতিবার (৩০মে) আসরের নামাজের পর এ আয়োজন হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসন, তারেক ও তার স্ত্রী এবং নাতনী অনলাইনের মাধ্যমে অংশ নেন।

তা ছাড়া মোনাজাতে সরাসরি অংশ নেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, ভাতিজা অভিক এস্কান্দার, পরিবারের অন্যান্য সদস্য, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট মেহেদী, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারিরা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।