ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে শিক্ষার্থীদের কর্মসূচিস্থলে আ.লীগের সমাবেশ, এমপিকে বয়কটের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
ফরিদপুরে শিক্ষার্থীদের কর্মসূচিস্থলে আ.লীগের সমাবেশ, এমপিকে বয়কটের ঘোষণা

ফরিদপুর: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতির জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদকে দোষারোপ করে বয়কট ও প্রতিহতের ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা। তারা এই এমপির বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে উসকানি ও টাকা ছড়ানোর অভিযোগও করেন।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর জেলা শহরের জনতা ব্যাংক মোড়ে এক সমাবেশে এসব কথা তুলে ধরেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা।
 
এদিন এই এলাকায় একই সময়ে সারাদেশে ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে দোয়া প্রার্থনা ও গণমিছিল’র ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু সেখানে আগে থেকেই অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ এক পর্যায়ে আশপাশে থাকা সাধারণ মানুষকেও সরিয়ে দেয়। পরে সেখানে নিহতদের জন্য দোয়া ও সমাবেশ করা হয় জেলা আওয়ামী লীগের উদ্যোগে।

এতে যোগ দেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী। বক্তব্যে তিনি সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদকে উদ্দেশ্যে করে বলেন, ‘আপনারা যার পেছনে আছেন, তার পত্রিকা-টিভি সরকারের বিরুদ্ধে প্রচার করছে। যে সংসদ সদস্য সরকারের বিরুদ্ধে লাগে সে আওয়ামী লীগের লোক হতে পারে না, বঙ্গবন্ধুর আদর্শের লোক হতে পারে না। আপনাদের আহ্বান করব, এই লোকের পেছনে থাকবেন না। ’ 

এ সময় এই সংসদ সদস্যের বিরুদ্ধে আন্দোলকারীদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। তিনি বলেন, ‘ফরিদপুরের সংসদ সদস্য তার মিডিয়া দিয়ে সরকারবিরোধী আন্দোলনকে উসকে দিচ্ছেন, যত রকমের অরাজকতা হচ্ছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, এই সংসদ সদস্য আন্দোলনে এবং ছাত্রসমাজকে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছেন। এই আন্দোলন চলার পেছনে ওনার ভূমিকা রয়েছে। অতএব, ফরিদপুরের জনগণ ওনার থেকে সাবধান, ওনাকে বয়কট করেন। প্রয়োজনে সামনে ওনাকে আমরা প্রতিহত করব। ’

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। তিনিও সংসদ সদস্য এ কে আজাদের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের সময় বিএনপি-জামায়াতের লোক নিয়ে আপনি বড় বড় কথা বলেছেন। একটা ওয়াদাও আপনি পূরণ করেননি। আপনি মিথ্যাবাদী, আপনি মোনাফেক। এই লোকের আশেপাশে যারা আছেন, তারা ওনার সঙ্গ ত্যাগ করেন। ওনার চেহারা আজ উন্মোচিত হয়েছে। ’

এই তিনজনের বক্তব্যের মধ্যে দিয়ে সমাবেশ শেষ করা হয়। পরে সারাদেশে নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।