ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ঢাকা: ১৩ বছর পর ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কথা বলেছেন দলটির আমির শফিকুর রহমান।

২০১১ সালের পর এখানে আর কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন। ’

অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে তার দল শ্রদ্ধার চোখে দেখে বলেই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

বাংলাদেশ সময়: ১৭১8 ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।