ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

সিলেট: স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাতে নগরের কোট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে।

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল পুনর্গঠন করতে বলায় তার পদত্যাগের দাবি তুলেন ছাত্রদল নেতারা।

পথসভা থেকে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী হিসেবে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের দাবিও জানানো হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও আব্দুস সালাম টিপু।

আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি কামরান আহমদ, জুনেল আহমদ, কৃষ্ণ ঘোষ, এনামুল কবির চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, জুবায়ের আহমেদ লিলু, ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মুনিম লস্কর, আজহার আলী অনিক, জহিরুল ইসলাম আলাল, শহিদুল ইসলাম অপু, খাইরুল ইসলাম দোয়েল, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইয়াসিন হোসেন ফাহিম, এম সি কলেজ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তানভীর আহমদ খান, ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ হাসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

প্রসঙ্গত,সোমবার সচিবালয়ে সাংবাদিদের সঙ্গে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।