ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে আ.লীগ সমর্থককে কুপিয়ে হত্যা  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
সিলেটে আ.লীগ সমর্থককে কুপিয়ে হত্যা
 

সিলেট: সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু (৫০) নামে আওয়ামী লীগের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী নওধার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান লিলু ওই গ্রামের বাসিন্দা।  
 
স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মনিরুজ্জামান লিলু। পথে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়দের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির টালমাটাল অবস্থার সুযোগে পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
 
রামপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মখন মিয়া বলেন, দুর্বৃত্তরা মনিরুজ্জামান লিলুর মাথায় চারটি কোপ দেয়। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন লিলু। তবে কোনো পদধারী ছিলেন না। বর্তমানে বৈরাগিবাজারে তার ফার্নিচারের ব্যবসা রয়েছে এবং তাবলীগ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজও পড়তেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা বলতে পারছি না।  
  
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘন্টা, আগস্ট ১৫, ২০২৪
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।