ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক এমপি আকবরের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
সাবেক এমপি আকবরের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিরুদ্ধে উপজেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।  

সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর ও দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হামলার প্রতিবাদ জানানো হয়।

 

সমাবেশ  উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও ছাত্রদলের রিয়াসাদ করিম নয়ন বক্তব্য রাখেন।

এ সময় তারা বলেন, বিগত ১৬ বছর  দলের দুঃসময়ে কোনো ভূমিকা রাখেননি সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।  

এ সময় শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং দলের দলীয় ব্যানার ভাঙচুর করা হয়েছে।  

বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।